হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের মহিলা হোস্টেলে শনিবার (৩ জুন) বেলা ১১ টার দিকে এক ছাত্রী হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। ঠিক কি কারনে সে আত্মহত্যার চেষ্টা করা হয়েছে এটি এখনো জানা যায়নি।
তবে তার সহপাঠী ও শিক্ষকদের সাথে কথা বলে জানা গেছে এটি হয়তো পারিবারিক অশান্তির কারণে হয়ে থাকতে পারে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে হারপিক খাওয়ার পর ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসা দেয়ার পর তিনি সুস্থ রয়েছেন বলে সূত্রে জানা গেছে। হোস্টেল সুপার আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান পারিবারিক কলহের কারণে এমনটি হয়ে থাকতে পারে বলে আমার ধারণ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply