অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে স্থানীয় দৈনিক হবিগঞ্জের সময় পত্রিকার ৮ম বর্ষপূর্তি ও হবিগঞ্জের ইতিবৃত্ত স্মরণিকা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৩ মার্চ বুধবার বিকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রফিকুল আলম।
সময় পত্রিকার সম্পাদক মোঃ আলাউদ্দিনের সভাপতিত্ব ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক হবিগঞ্জ সময়ের প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক সেলিম তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌলসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল সামাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র আইনজীবি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি ও সিনিয়র আইনজিবী এডভোকেট রুহুল হাসান শরীফ, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এএএম নুরুজ্জামান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ খান, সাবেক সাধারন সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, একাত্তর টিভির হবিগঞ্জ প্রতিনিধি শাকিল চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক পাবেল খান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান শেফু, ইন্ডিপিন্ডেন্ট টিভির হবিগঞ্জ প্রতিনিধি ও নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আব্দুল মুকিত, দৈনিক হবিগঞ্জ সময়ের সাবেক নির্বাহী সম্পাদক মুরাদ আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আশাহীদ আলী আশা,স্টাফ রিপোর্টার ফারুক মোহাম্মদসহ জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দ।
শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন সাবেক প্রধান শিক্ষক মাওঃ আব্দুল ওয়াদুদ, গীতা পাঠ করেন উত্তম কুমার পাল হিমেল।
Designed by: Sylhet Host BD
Leave a Reply