বানিয়াচংয়ে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সেলিম মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (১১অক্টোবর) সকালে বানিয়াচংয়ের পার্শ্ববর্তী শুটকি নদীতে এ ঘটনা ঘটে। নিহত সেলিম মিয়া বানিয়াচংয়ের নন্দীপাড়া বাদাউড়ি মহল্লার জালাল মিয়ার পুত্র। বানিয়াচং থানার এসআই জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, শুক্রবার সকালে সেলিম মিয়াসহ কয়েকজন মিলে শুটকি নদীতে সকালে মাছ ধরতে যায়। এসময় হালকা বৃষ্টি হওয়ার সাথে বজ্রপাত শুরু হলে তাৎক্ষনিক সেলিম মিয়া বজ্রাঘাতে আহত হন। এসময় অন্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে বানিয়াচং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মলয় কুমার দাশ জানান, বিষয়টি নিয়ে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর রিপোর্ট পাঠিয়েছি। বরাদ্দ আসলেই সেলিম মিয়ার পরিবারকে আর্থিকভাবে সহযোগীতা করা হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply