1. sm.khakon@gmail.com : admin :
  2. rayhansumon2019@gmail.com : rayhan sumon : rayhan sumon
রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন

রেজা কিবরিয়ার বক্তব্যর প্রতিবাদে বানিয়াচংয়ে বিএনপি’র প্রতিবাদ-বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
  • সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৮ বার পড়া হয়েছে

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক পদত্যাগকারী মেয়র জি.কে গউছকে নিয়ে ড. রেজা কিবরিয়ার কুরুচীপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বানিয়াচংয়ে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বানিয়াচং শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজারের গুরুত্বপুর্ণ রাস্তা প্রদক্ষিণ করে স্মৃতিসৌধের সামনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসাইন মারুফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নকীব ফজলে রকিব মাখন এর সঞ্চালনায় সভায় বক্তারা বলেন-ড. রেজা কিবরিয়া বরাবরই বলে আসছিলেন এ হত্যাকাণ্ডে জি কে গউছসহ বিএনপি নেতারা জড়িত নন। কিন্তু শেখ হাসিনার পতনের পর হঠাৎ করেই জি কে গউছের বিরুদ্ধে অসত্য মনগড়া বক্তব্য দিচ্ছেন ড. রেজা কিবরিয়া। এ সময় রেজা কিবরিয়াকে এই মনগড়া বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ারও দাবী জানান বক্তারা।

বক্তারা আরো বলেন- ১/১১ এর সময় বিনা অপরাধে তৎকালীন এক সেনা কর্মকর্তার ষড়যন্ত্রের শিকার হয়ে গ্রেফতার হয়েছিলেন জি কে গউছ। পরবর্তীতে তৎকালীন সরকারের আমলে দেয়া সবগুলো মিথ্যা মামলা থেকে তিনি খালাশ পেয়েছেন। সেই ১/১১ এর প্রেতাত্মাদের যড়যন্ত্রে আবারও ড. রেজা কিবরিয়া হবিগঞ্জের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব জি কে গউছের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। । প্রতিবাদ মিছিলে বিএনপি ছাড়াও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সম্প্রতি একটি জাতীয় গণমাধ্যমে আওয়ামী লীগ সরকারের প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় জিকে গউছকে জিজ্ঞাসাবাদ করা দরকার বলে মন্তব্য করেন তার ছেলে ড. রেজা কিবরিয়া। তার এমন বক্তব্যের পর বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভ দেখা দেয়। ঘটনাটি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে জেলাজুড়ে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
বানিয়াচং মিরর  © ২০২৩, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD