বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা.সাখাওয়াত হাসান জীবন বলেছেন,স্বৈরাচারের পতন হলেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। সবাইকে চোখ-কান খোলা রেখে ধৈর্য্য ও বিচক্ষণতার সাথে এসব ষড়যন্ত্র নস্যাত করে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়ন করতে হবে। তিনি বানিয়াচংয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ৯ জন ও আহত ৪৩ জনের পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন।
ড.জীবন আরো বলেন-দলীয়ভাবে গত ১৭ বছর আন্দোলন করে ও আমরা স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে পারিনি। ছাত্র আন্দোলনে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আর এই আন্দোলন সংগ্রামে অংশ নিয়ে নিহত ও আহতদের পরিবারের পাশে ছিলাম ভবিষ্যতে ও থাকব ইনশাআল্লাহ।
এ উপলক্ষে শনিবার (২৮সেপ্টেম্বর) কামালখানীস্থ হাসান মঞ্জিলে তার নিজের পরিবারের উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, সাবেক আহবায়ক লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, বর্তমান যুগ্ম সম্পাদক জাহির হোসেন, ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি আনছার মিয়া, ২নং বানিয়াচং উত্তর-পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন লস্কর, বানিয়াচং উপজেলা জাসাসের সভাপতি আরশাদ ফজলে খোদা লিটন প্রমুখ।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে বানিয়াচংয়ে পুলিশের গুলিতে হাসান, তোফাজ্জুল, আকিনুর, আনাস, মোজাক্কির, ছাদিকুল, নয়ন, ও আশরাফুল নামে ৯ জন নিহত এবং প্রায় অর্ধশত আন্দোলনকারী আহত হন। এদের মধ্যে সুহেল আখঞ্জি নামে স্থানীয় পত্রিকার এক সাংবাদিককে পিটিয়ে মেরে ফেলে উত্তেজিত জনতা।
Designed by: Sylhet Host BD
Leave a Reply