নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে উপকারভোগীর পরিবারের মধ্যে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। তার ই ধারাবাহিকতায় বানিয়াচং উপজেলা সদরের ৪নং বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদে টিসিবি কর্মসূচির আওতায় টিসিবি পণ্য বিক্রয়ের শুভ উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উক্ত ইউনিয়ন পরিষদ ৮নং ওয়ার্ডের ৪ বারের নির্বাচিত জনপ্রিয় সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান মামুন।
টিসিবি’র পণ্য বিক্রিকালে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার, ৪নং ইউপির ২নং ওয়ার্ড সদস্য শাহজাহান মিয়া, ১নং ওয়ার্ড সদস্য মোঃ মামুন মিয়া, ৩নং ওয়ার্ড সদস্য বাবলু মিয়াসহ সদস্যবৃন্দ। তাছাড়াও ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ জাকিরুল ইসলাম, ট্যাক্স কালেক্টর বুলবুল ধর ও উদ্যোক্তা আনছার আলী উপস্থিত ছিলেন।
প্যানেল চেয়ারম্যান মো: মাহফুজুর রহমান মামুন এ সময় বলেন- টিসিবির পণ্য পেয়ে সাধারণ মানুষ অনেক উপকৃত হচ্ছে। টিসিবির পণ্য সরবরাহ বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন মানুষের নাভিশ্বাস উঠেছে ঠিক সেই সময় একটু হলেও স্বস্তি নিয়ে হাজির হয়েছেন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নে ১১০৪ জন কার্ডধারীর মধ্যে টিসিবি’র পণ্য বিক্রি করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply