1. sm.khakon@gmail.com : admin :
  2. rayhansumon2019@gmail.com : rayhan sumon : rayhan sumon
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন

নেপালের কাঠমুন্ডু থেকে বানিয়াচংয়ের ৩ যুবক উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১ বার পড়া হয়েছে

ইউরোপের দেশ আলবেনিয়ায় পাঠানোর কথা বলে বানিয়াচংয়ের ৩ যুবকসহ অপর ৩ যুবককে নেপাল নিয়ে চার মাস আটকে রেখেছিল দালাল চক্র। গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) তাদের কাঠমান্ডুর একটি হোটেল থেকে উদ্ধার করেছে নেপালের ইমিগ্রেশন বিভাগ।

তারা হলেন- হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার তুহিনুর ইসলাম অনিক, একই উপজেলার শাকিব আহাম্মেদ, রহিম খন্দকার। এছাড়া ও গোপালগঞ্জ জেলার ৩ যুবক রয়েছেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, গত শনিবার ওই ছয়জনের পরিবারের সদস্যরা ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে যোগাযোগ করেন।

তারা জানান, আলবেনিয়ায় পাঠানোর কথা বলে জনপ্রতি সাড়ে সাত লাখ টাকা করে নেওয়া হয়। কথা ছিল নেপাল হয়ে তাদের আলবেনিয়া পাঠানো হবে। কিন্তু আলবেনিয়ার ভিসা জাল ছিল।
তুহিনুর ইসলাম অনিক গত বছর এইচএসসি পরীক্ষা দেন। দেশে তাঁর বাবা ক্ষুদ্র ব্যবসা করেন।

তিনি গতকাল টেলিফোনে কাঠামান্ডু থেকে গণমাধ্যমকে জানান, আলবেনিয়া পাঠাতে গত বছরের ৩১ ডিসেম্বর তারা আঙুলের ছাপ দেন জনশক্তি কর্মসংস্থান এবং মানব পাচার প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি)। কিন্তু বিদেশে চাকরি করতে যাওয়ার ছাড়পত্র মেলেনি।

অনিকের ভাষ্য, বাংলাদেশি ট্রাভেল এজেন্সি অ্যাডমায়ার ও খান ট্রাভেল ইন্টারন্যাশনালের দালাল দিপু নিশ্চয়তা দেন নেপাল হয়ে আলবেনিয়া যাওয়া যাবে। এ প্রলোভনে ১৫ দিনের ভিসায় গত ২৭ মে ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা করেন। এক সপ্তাহের মধ্যে আলবেনিয়া পাঠানোর প্রতিশ্রুতি ছিল।

কাঠমান্ডু নামার পর দিপু পাসপোর্ট নিয়ে নেন। আলবেনিয়া না পাঠিয়ে থাকা- খাওয়ার কথা বলে সঙ্গে থাকা ৬০০ ডলার নিয়ে নেন। পরে জানতে পারেন আলবেনিয়ার ভিসা জাল ছিল। ব্র্যাক জানায়, ওয়েলফেয়ার সেন্টারের ব্যবস্থাপক আল আমিন নয়ন ঘটনাটি টিআইপি হিরো নেটওয়ার্কে ও ইউএসএআইডি নেপালকে জানায়। এর মাধ্যমে ছয় তরুণকে উদ্ধার ছাড়াও দিসান নামে নেপালি এক দালালকে আটক করা হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
বানিয়াচং মিরর  © ২০২৩, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD