প্রবাসে বিএনপি’র প্রাণ আহমেদ আলী মুকিব আবদুল্লাহ দীর্ঘ ১৬ বছর পর মাতৃভূমিতে ফিরেছেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সিলেটের ওসমানী বিমানবন্দর দিয়ে দেশে প্রবেশ করেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদিআরব বিএনপির আহবায়ক আহমদ আলী মুকিব আব্দুল্লাহ ।
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ঘনিষ্ঠ লোক হিসেবে পরিচিত আহমেদ আলী মুকিব আব্দুল্লাহ বহির্বিশ্বে সরকার বিরোধী জনমত গঠনে বলিষ্ট ভুমিকা পালন করেছেন। একতরফা নির্বাচনের মাধ্যমে বিগত সরকারের বিরুদ্ধে লড়তে তিনি চষে বেড়িয়েছেন বিশ্বের নানা দেশে। মানবতাবিরোধী অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনসহ বিভিন্ন বিষয়ে জনমত গঠনে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি।
বিগত ২০১৪ ও ২০১৮ সালের একতরফা নির্বাচনের বিরুদ্ধে প্রবাসে জনমত গঠনে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। গুম-খুন, মামলা-হামলাসহ বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতনের প্রতিবাদে সোচ্চার আন্দোলন গড়ে তুলে তুলেন ইউরোপ-মধ্যপ্রাচ্যে।
বর্তমান ভোটারবিহীন সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরেন। বিএনপিকে আন্তর্জাতিক অঙ্গনে আইডিসি সিডিআইর সদস্য পদ লাভে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউরোপিয়ান পার্লামেন্টের সঙ্গে বিএনপির কূটনৈতিক সম্পর্ক তৈরিতে নেপথ্যে ভূমিকা রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব আব্দুল্লাহ।
এদিকে শনিবার (২১ সেপ্টেম্বর) তার জন্মস্থান আজমিরীগঞ্জের শিবপাশায় আসার কথা রয়েছে। এ উপলক্ষে হবিগঞ্জ থেকে পুরো শিবপাশা পর্যন্ত তার ছবি সম্বলিত দলীয় নেতাকর্মীদের ব্যানার-পোস্টার সাঁটানো হয়েছে রাস্তার মোড়ে মোড়ে। তাকে বরণ করে নিতে নেয়া হয়েছে নানা কর্মসূচী।
Designed by: Sylhet Host BD
Leave a Reply