1. sm.khakon@gmail.com : admin :
  2. rayhansumon2019@gmail.com : rayhan sumon : rayhan sumon
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৫:১৭ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে এসএমসি’র কমিটি গঠন : সভাপতি পারভেজ সেক্রেটারি মাহফুজ

স্টাফ রিপোর্টার
  • বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪৭ বার পড়া হয়েছে

১৯৯৫ সালের ১৭ই ফেব্রুয়ারী বানিয়াচং এর শরীফখানীর মোল্লাপাড়ায় ২০জন সদস্য নিয়ে প্রতিষ্ঠিত হয় এসএমসি সংগঠনটি। যার কার্যক্রম ৩০ বছর যাবত চলমান। যাত্রাকাল থেকে ক্রিকেট খেলায় বানিয়াচং এর অন্যতম ক্লাব হিসেবে পরিচিতি নিয়ে এসএমসি এর ধারাবাহিকতা শুরু। ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে গত ৬ সেপ্টেম্বর চড়ুইভাতি আয়োজন করে এসএমসি পরিবার এবং ভোজন পরবর্তী আলোচনা সভায় সৈয়দ মোশাহিদ আলীর সভাপতিত্বে এবং সেবুল বিশ্বাস এর সঞ্চালনায় পরবর্তী কমিটি গঠনের জন্য খসড়া প্রস্তাব পাশ করা হয়।

এর’ই ধারাবাহিকতায় গত বুধবার (১১ সেপ্টেম্বর) এসএমসি’র অনলাইন ও অফলাইন মাধ্যমে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপদেষ্টা মন্ডলী ও কো- অর্ডিনেটরস এবং প্রতিষ্ঠাকালীন সদস্যদের স্বীকৃতি প্রদান করা হয়।

উপরোক্ত স্বীকৃত দায়িত্বশীলদের উপস্থিতিতে সাধারন সভা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, আগামী ২ বছর এর জন্য এম এইচ বিশ্বাস পারভেজ কে সভাপতি, মোঃ মাহফুজুল হক সাদী কে সাধারণত সম্পাদক এবং মোঃ সজীব হোসেন কে সাংগঠনিক সম্পাদক ঘোষণা দিয়ে ৬২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি প্রণয়ন করে প্রকাশিত হয়। এই কমিটি ২০২৪-২০২৬ খ্রিষ্টাব্দ অবধি কার্যকর থাকবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।

সাধারণ সভায় স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠাকালীন সদস্যবৃন্দরা হলেনঃ রায়হান আহমদ, নাজমুল আলম নাজু, সেলিম বিশ্বাস এ, কে এম মওদুদ হাসান, শামিম বিশ্বাস, শাফিউল আলম, মিজানুর রহমান সোহেল,তোফায়েল আহমেদ, সৈয়দ ফজলে রাব্বী শাহীন, বাবলু চৌধুরী, মোঃ নোমান হোসাইন, বোরহান আহমেদ, এম এইচ বিশ্বাস পারভেজ, মিজান বিশ্বাস ,নিয়ামুল হক বিশ্বাস রিপন, তারেক রহমান, মিছবাহ আহমেদ, মোবাশ্বির আহমেদ, মোঃ সাইফুল্লাহ আল মানসুর, মুবিন বিশ্বাস। স্বীকৃতি প্রাপ্ত উপদেষ্টা মন্ডলীরা হলেনঃ- সৈয়দ মোশাহিদ আলী, তোতা বিশ্বাস, মোক্তার আলম, নাজমুল আলম নাজু, এ,কে,এম মওদুদ হাসান (বৈদেশিক বিষয়ক), শাফিউল আলম (ক্রীড়া ও সাংস্কৃতিক), শামিম বিশ্বাস (আন্তর্জাতিক ও অর্থনৈতিক), মিজানুর রহমান সোহেল, তোফায়েল আহমেদ।

স্বীকৃতি প্রাপ্ত কো-অর্ডিনেটরসরা হলেনঃ- রায়হান আহমদ, রইছ উল্লা, তারেক রহমান, সেলিম বিশ্বাস, জীবুল ঠাকুর, মিজান বিশ্বাস, মিছবাহ আহমেদ, মোবাশ্বির আহমেদ, সাইফুল্লাহ আল মানসুর। উক্ত স্বীকৃতি প্রাপ্ত ৩ ধাপের মতামতের ভিত্তিতে বর্তমান কার্যনির্বাহী কমিটি ২০২৪-২০২৬ সালের জন্য ঘোষণা করা হয়। এসএমসি’র ৬২ সদস্য বিশিষ্ট বর্তমান কার্যনির্বাহী কমিটি নিম্নরূপঃ-সভাপতি- এইচ এম বিশ্বাস পারভেজ, সহ সভাপতি-সৈয়দ ফজলে রাব্বী শাহীন, মোঃ নোমান হোসাইন ,মুবিন বিশ্বাস, মোঃ মোজাহিদ বিশ্বাস। সাধারণ সম্পাদক- মোঃ মাহফুজুল হক সাদী, যুগ্ম সাধারণ সম্পাদক- সামিউর রহমান সামি,নিয়ামুল হক বিশ্বাস রিপন, শিপন আহমেদ, মোঃ আল-আমীন মিয়া।

সাংগঠনিক সম্পাদক– মো সজীব হোসেন, মোঃ আজিমুল হক বিশ্বাস মিঠুন , সৈয়দ ফজলে আজীম রাফে, এ এইচ এম মাহতাব উদ্দিন মাকতুব, সালমান আহমদ রনি। প্রচার সম্পাদক- নাঈম বিশ্বাস। দপ্তর সম্পাদক- ফয়সাল আহমেদ। অর্থ সম্পাদক- ফুরকান আহমেদ, সিফাত বিশ্বাস। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- মো নাছির বিন আহমদ।

মহিলা এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক-ড.আঞ্জুমান আরা খান। ধর্ম বিষয়ক সম্পাদক-জহির উদ্দিন ঠাকুর সুহেল,বোরহান আহমেদ। আইন বিষয়ক সম্পাদক-সুলতান আহমেদ, নাজমুল আলম নাজিম। শিক্ষা বিষয়ক সম্পাদক-নাজমুল হোসাইন বিশ্বাস তপন, শেখ শিমুল আহমেদ, সৈয়দ আদনান জুবায়ের নাবিল।

ক্রীড়া বিষয়ক সম্পাদক-শেখ মোতাসিম বিল্লাহ,মাসুম বিশ্বাস,শাকিল মিয়া,শেখ রাইয়্যান হাসান। বৈদেশিক উন্নয়ন বিষয়ক সম্পাদক-মোঃ মুজিবুর রহমান সুজন,ফাহিম বিশ্বাস,নিয়াজ আহমেদ ফাহাদ আহমেদ,মোয়াজ আলম,সাইফ বিশ্বাস,ফয়েজ আহমেদ। সামাজিক কল্যাণ বিষয়ক সম্পাদক-নাহিদ বিশ্বাস, মিলাদুর রহমান,বশির আহমেদ, সাইফুর রহমান নয়ন, তাহিদ মিয়া,জহির আহমেদ, তমাল আর জে।

কার্যনির্বাহী সদস্য-সোহান আহমেদ, মাহদি ঠাকুর, রোহান মিয়া, রিয়াদ মিয়া সাদ বিশ্বাস, মুহিব ঠাকুর, ফারহান আহমেদ,আদনান সামি,হাদি আহমেদ, আরিফ আহমেদ,জুনাইদ আহমেদ, উবাইদ আহমেদ ,রিদয় মিয়া,সাফায়েত আহমেদ,আকরাম আহমেদ,সৌরভ আহমেদ,জিহাদ মিয়া। উক্ত কমিটি, উপদেষ্টা মন্ডলী, কো-অর্ডিনেটরস ও প্রতিষ্ঠাকালীন সদস্যদের পক্ষে, গত ১১/০৯/২৪ ইং, রোজ বুধবার, বেলা ৪ ঘটিকায় সৈয়দ মোশাহিদ আলী এবং রায়হান আহমদ এর স্বাক্ষরে পাশ হয়। এসএমসি আর্থ সামাজিক উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ, শিক্ষার সম্প্রসারণ, মাদকমুক্ত সমাজগঠনে সরকারকে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বর্তমান কমিটির সভাপতি এম এইচ বিশ্বাস পারভেজ, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল হক সাদী এবং সাংগঠনিক সম্পাদক মোঃ সজীব হোসেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
বানিয়াচং মিরর  © ২০২৩, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD