গত ৫ আগস্ট বানিয়াচং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের সময় উত্তেজিত জনতার আগুনে দেয়া পুড়ানো বানিয়াচং থানা পরিদর্শন করেছেন নবাগত পুলিশ সুপার মো: রেজাউল হক খান। রোববার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পরিদর্শনে আসেন তিনি। পরে বানিয়াচং থানায় কর্মরত পুলিশ সদস্যদের কুশল বিনিময় করেন। পরিদর্শন শেষে সকল অফিসার ফোর্সদের সতর্কতার সাথে শক্ত মনোবল নিয়ে দেশ ও দেশের সেবা করার পরামর্শ প্রদান করেন পুলিশ সুপার।
এসময় তিনি বলেন, থানায় আগত সকল সেবা প্রত্যাশীদের সর্বোচ্চ সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে করতে হবে। পাশাপাশি এলাকার জনসাধারণকে সার্বক্ষনিক পুলিশের পাশে থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগীতার আহবান জানান জেলা পুলিশ সুপার মো: রেজাউল হক খান।
তাছাড়াও সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা এবং সরকারি সম্পত্তির রক্ষণাবেক্ষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার আশ্বাস প্রদান করেন পুলিশ সুপার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুল হক, হবিগঞ্জ সদর থানার ওসি, জেলা গোয়েন্দা প্রধান, বানিয়াচং থানার ওসি এবং পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply