বন্যাকবলিত জনগণের পাশে দাঁড়িয়েছে বানিয়াচংয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্র জনতা। সোমবার (২৬আগস্ট) সকালে ৩ ট্রাক ত্রাণ সামগ্রী মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যার্তদের সহায়তায় এসব পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষার্থী আহমেদ নুর উদ্দিন। তিনি জানান, মৌলভীবাজারের বিভিন্ন বন্যা-আক্রান্ত এলাকায় এসব ত্রাণ পাঠানো হয়েছে।
জানা যায়,বানিয়াচংয়ের ছাত্র জনতা রবিবার (২৫আগস্ট) উপজেলা সদরের বিভিন্ন হাটবাজার ও বিত্তবানদের কাছ থেকে সহায়তা হিসেবে নগদ টাকা উত্তোলন করেন। তাছাড়া প্রবাসে থাকা বানিয়াচংয়ের অনেকেই বন্যার্তদের জন্য সহায়তা প্রদান করেছেন। মোট ১ লাখ ৮০ হাজার ৩৮ টাকার ত্রাণ সামগ্রী ক্রয় করার পর প্যাকেট করে সকালে (সোমবার) মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয় শিক্ষার্থীরা। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, চিড়া, মুড়ি, চাউল, পানি ,প্রয়োজনীয় ঔষধ, মোমবাতি ও খাবার স্যালাইন।
ছাত্ররা জানিয়েছেন, সাধারণ শিক্ষার্থী-সবাই নিজ দায়িত্ব থেকেই মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমরা বিগত দুইদিন আগ থেকেই থেকে টাকা সংগ্রহ করে বানভাসিদের জন্য মেডিসিন, খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি এবং শুকনা খাবারের ব্যবস্থা করেছি। দেশ ও বিদেশের সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসুন। পাশাপাশি শিক্ষার্থীরা বন্যার্তদের পাশে বানিয়াচংয়ের শিক্ষার্থী ও জনগণকে বন্যার্তদের পাশে থাকার আহ্বান জানান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply