বানিয়াচং থানা থেকে লুট হওয়া অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা। আগামী ২৫ আগস্ট বিকেল ৫টার মধ্যে নিকটস্থ সেনা ক্যাম্পে এসব অস্ত্র গ্রহণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে অভিযান চালিয়ে উদ্ধার করা হবে বলে জানানো হয়েছে। সে ক্ষেত্রে যারা নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা দিবেন না অভিযানের সময় যদি কারো কাছে পাওয়া যায় তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
রবিবার (১৮ আগস্ট) সন্ধ্যার পর অস্ত্র জমা দেয়ার আহবান জানিয়ে উপজেলা সদরের বিভিন্ন পাড়া-মহল্লা ও হাটবাজারে প্রচারণা চালায় সেনাবাহিনী। বানিয়াচং থানা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব অস্ত্র লুট করা হয়েছে সে সব অস্ত্র ফিরিয়ে আনতে সাধারণ জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
যারা আগামী ২৫ তারিখের মধ্যে অস্ত্র জমা দেবে তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না। তবে তারপর থেকে অস্ত্র উদ্ধারে মাঠে অভিযান চালাবে সেনাবাহিনী। পরবর্তীতে কারো কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট বানিয়াচং বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে বানিয়াচং থানা পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উত্তেজিত আন্দোলনকারীরা থানায় হামলা চালায়। আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয় থানার সব আসবাবপত্র। অস্ত্রাগার থেকে লুট করা হয় পুলিশের অস্ত্র।
হামলায় পুলিশের বেশকিছু অস্ত্র খোয়া যায়। এসব অস্ত্র উদ্ধারে বারবার মাইকে প্রচারণা চালানোর পর ও এখন পর্যন্ত কোন অস্ত্র উদ্ধার বা কেউ জমা দেয়নি লুট হওয়া অস্ত্র। তার পূর্বে ১৯ আগস্টের (সোমবার) মধ্যে জমা দিতে আহবান করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু ওই তারিখের পূর্বে কেউ জমা করেনি বিধায় নতুন করে আগামী ২৫ তারিখে মধ্যে লুট হওয়া অস্ত্র জমা দিতে সময় বেঁধে দিয়ে প্রচারণা চালায় সেনাবাহিনী।
এদিকে বানিয়াচং থানা কার্যক্রম পরিচালনায় অনুপযোগী হওয়ায় অস্থায়ীভাবে উপজেলার পরিষদের বিআরডিবি’র ভবনে আংশিকভাবে থানার কার্যক্রম শুরু করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply