হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহির উদ্দিন হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের ৩য় তলার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
বিগত ৫ আগস্ট ২০২৪ ইং তারিখে হবিগঞ্জে সংগঠিত ঘটনায় তার ভাড়াটিয়া বাসায় লুন্ঠন ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এর ফলে তিনি নিঃস্ব হয়ে যান। অধ্যক্ষ জাহির উদ্দিন জানান, তার বাসা থেকে ৩ লক্ষ ২০ হাজার নগদ টাকা, ৩ লক্ষ টাকার প্রাইজবন্ড, ১০ ভরি স্বর্ণালংকার ও যাবতীয় আসবাবপত্র, কাপড়-চোপড় ইত্যাদি নিয়ে যায় দৃর্বৃত্তরা। যার সর্বসাকুল্য ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এছাড়া দুর্বৃত্তদের আগুনে পরিবারের সদস্যরা অগ্নিদগ্ধ হয়। এছাড়াও ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ১ম বর্ষের দর্শন ২য় পত্রের ৩৪৮ টি নিরীক্ষিত উত্তর পত্র দৃস্কৃতিকারীরা নিয়ে যায় বলে জানান অধ্যক্ষ জাহির উদ্দিন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply