1. sm.khakon@gmail.com : admin :
  2. rayhansumon2019@gmail.com : rayhan sumon : rayhan sumon
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:০৮ পূর্বাহ্ন

বানিয়াচঙ্গে বাসদের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৫৯ বার পড়া হয়েছে

স্বৈরতান্ত্রিক ব্যবস্থা উচ্ছেদ করে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার দাবিতে সম্প্রীতি সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বানিয়াচং উপজেলা শাখা। শুক্রবার (৯আগস্ট) বিকালে বানিয়াচং শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করে দলটি।

বানিয়াচং উপজেলা বাসদ’র আহবায়ক কমরেড এমদাদুর রহমান চৌধুরী কাওসারের সভাপতিত্বে ও সদস্য সচিব কমরেড তৌহিদুর রহমান পলাশের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাসদ হবিগঞ্জ জেলা শাখার সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বাসদ নেতা অ্যাডভোকেট জিলু মিয়া, চৌধুরী ফয়সল শোয়েব, ডাঃ শুনীল রায়, নবীগঞ্জ উপজেলা বাসদ নেতা শোয়েব আহমেদ, বানিয়াচং উপজেলা বাসদের সাবেক আহবায়ক লোকমান আহমেদ, হবিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ (ভিপি নুর)-এর যুগ্ম আহবায়ক আহবাব হোসেন জুয়েল, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ও বাসদ নেতা ইমাদুল হোসেন খান, সিপিবি নেতা মোহাম্মদ আলী ও আতাউর রহমান মিলন, উদীচী বানিয়াচং শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক ও সংস্কৃতিকর্মী রিতেষ কুমার বৈষ্ণব।

উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার, আজমিরীগঞ্জ উপজেলা বাসদের আহবায়ক শফিকুল ইসলাম, বানিয়াচং উপজেলা ছাত্র ফ্রন্টের আহবায়ক মিনহাজুর রহমান তারেক, ছাত্র নেতা রিয়াদ। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রনেতা
চৌধুরী ফাহিমা সোয়েব, জিসান রহমান, বক্সার আমির উদ্দীন শিমুল প্রমূখ।

সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার অভ্যত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আহতদের সমবেদনা জানানো হয়। সমাবেশে সাইবার সিকিউরিটি অ্যাক্টসহ সকল কালো আইন বাতিল এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা চালু করার দাবি জানানো হয়। এছাড়া সারাদেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানানো হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
বানিয়াচং মিরর  © ২০২৩, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD