বানিয়াচং উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় গ্রাম্য দাঙ্গা রোধে দেশীয় অস্ত্র যাদের বাড়িতে পাওয়া যাবে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের আওতায় এনে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
বুধবার (৩১মে) বিকাল ৩টায় সভাপতির বক্তব্যে এ সিদ্ধান্ত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। এ ছাড়াও ১০ নং সুবিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয় কুমার দাশকে হত্যা মামলায় জড়ানোর কারণে অন্যান্য চেয়ারম্যান বৃন্দ তীব্র নিন্দা জানান এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যেই প্রকৃত অপরাধী হউক তাকে আইনের আওতায় নিয়ে আসতে আহবান জানানো হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফারুক আমিন তালুকদার, থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, শেখ সামছুল হক, মিজানুর রহমান খান, অধ্যক্ষ স্বপন কুমার দাশ, বিপুল ভূষণ রায়, কাজী মুফতি আতাউর রহমান, চেয়ারম্যান আব্দুল আহাদ মিয়া, মোঃ আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, চেয়ারম্যান শাহ মাসউদ কুরাইশী মক্কী, সাদিকুর রহমান, জয় কুমার দাশ, হাফেজ শামরুল ইসলাম, মঞ্জু কুমার দাশ, এরশাদ আলী , শেখ মিজানুর রহমান ও নাসির উদ্দিন চৌধুরী প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply