বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা এখন মাঠে নেমেছেন ভিন্ন ভূমিকায়, করছেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। যেখানে কয়েকদিন আগেও তারা সরকারের বিরুদ্ধে লাঠি হাতে নেমেছিলেন আজ তারা হাতে কলমের পরিবর্তে ঝাড়ু, হাতে গ্লাভস নিয়ে দলবদ্ধ ও সুশৃঙ্খলভাবে নেমেছন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে।
বুধবার (৭আগস্ট) বানিয়াচংয়ের শহীদ মিনার ও আগুনে পুড়ে যাওয়া বানিয়াচং থানা পুলিশের ভবন থেকে পুড়া জিনিসপত্র ও আবর্জনা পরিষ্কার করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এসময় তারা সাধারণ মানুষকে যত্রতত্র ময়লা না ফেলতে অনুরোধ করেন।
এসময় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের আন্দোলন দেশকে কলঙ্কমুক্ত করেছে। আমরা চাই দেশের পরিস্থিতি সুন্দরভাবে চলুক এবং সবাই সচেতন হলে একটি সুন্দর দেশ গঠন করা সহজ হবে।
শিক্ষার্থীরা আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা শিক্ষার্থীদের সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন এবং আমরা সেই আহ্বানে সাড়া দিয়ে এই কাজ করছি। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত আমরা সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সাধ্যমতো পাশে থাকবো। শিক্ষার্থীরা আরো বলেন, দুষ্কৃতকারীদের হামলায় ভাঙচুর হওয়া থানাসহ বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম চলছে। শিক্ষার্থীরা সাধারণ মানুষকে শান্ত থাকার এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা পরিহার করার অনুরোধ জানান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply