কোটা নয় মেধা মেধা, তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে বানিয়াচংয়ে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে সর্বস্তরের শিক্ষার্থীরা। এ সময় তারা কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বড়বাজারের পঞ্চরাস্তার মোড় অবরোধ করে বিক্ষোভকারীরা। অবরোধের ফলে সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর আগে বিক্ষোভ মিছিলটি জনাব আলী সরকারি কলেজের সামন থেকে শুরু হয়ে নতুনবাজার, বড়বাজারের গুরুত্বপুর্ণ রাস্তা প্রদক্ষিণ করে বাজারের পঞ্চরাস্তার মোড়ে এসে জমায়েত হয়।
সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীরা ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসব তারা বলেন, কোটা প্রথা বাতিল চাই বাতিল চাই, কোটা প্রথার বিরুদ্ধে, ডাইরেক্ট একশন, ‘কোটা না মেধা, মেধা মেধা, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাই নাই ইত্যাদি বলে স্লোগান দিতে থাকেন।
তারা আরো বলেন, ন্যায় সঙ্গত দাবী চাওয়ায় সাধারণ শিক্ষার্থীদের সরকার রাজাকারের ট্যাগ লাগানোর চেষ্টা করেছে। সরকারের পোষা বাহিনী দিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করা হচ্ছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে ও বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগের নেতাকর্মীরা তান্ডব চালাচ্ছে। তাদেরকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করা হয়েছে।
বানিয়াচংয়ের শিক্ষার্থীরা এহেন কর্মকান্ডের সুষ্ঠু বিচার দাবি জানিয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করে এই বিক্ষোভ কর্মসূচী পালন করেন। কর্মসূচী চলাকালে পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে তারা দায়িত্ব পালন করেন। তবে মাঠে ছিলেন না সরকার দলীয় কোন নেতাকর্মী ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply