বানিয়াচং উপজেলার ধানিয়াল হাওর থেকে নিখোঁজের চারদিন পর কাওছার রহমান (২৬) নামে এক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুলাই) সকালে তার লাশ উদ্ধার করে বানিয়াচং থানা পুলিশ। নিহত কাওসার উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের দরগা মহল্লার আবুল মহসিনের পুত্র।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ দিলোয়ার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত কাওসার মিয়া একজন শারীরিক প্রতিবন্ধী ছিল। সে গত চারদিন পূর্বে নিখোঁজ হয়। এর পর সে আর বাসায় ফিরে আসেনি। গত বৃহস্পতিবার রাতে পরিবারের লোকজন বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরের দিন শুক্রবার সকালে মৃত কাওছারের লাশ ধানিয়াল হাওরে ভাসতে দেখে স্থানীয় লোকজন বানিয়াচং থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply