1. sm.khakon@gmail.com : admin :
  2. rayhansumon2019@gmail.com : rayhan sumon : rayhan sumon
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন এমপি রুয়েল

স্টাফ রিপোর্টার
  • বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

বানিয়াচং উপজেলা সদরের ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের বন্যা দুর্গতদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী (চাল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭জুন) বেলা ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি রুয়েল বলেন, যখনই মানুষের বিপদ আসে, তখনই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় আওয়ামী লীগ সরকার। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সব সময় মানুষের পাশে আছি। মানুষের প্রয়োজনে আগামীতেও এভাবে আমরা মানুষের পাশে থাকবো। সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

চাল বিতরণ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ২নং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধনমিয়া, ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান খান,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরহাদ আহমেদ তুষারসহ দলীয় নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠানে বন্যা আক্রান্ত প্রায় শতাধিক পরিবারের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের চাল বিতরণ করা হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
বানিয়াচং মিরর  © ২০২৩, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD