1. sm.khakon@gmail.com : admin :
  2. rayhansumon2019@gmail.com : rayhan sumon : rayhan sumon
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন

সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হলেন এমপি রুয়েল

স্টাফ রিপোর্টার
  • মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

২৫০ শয্যা বিশিষ্ট হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য,স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।

গত ১৩ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আব্দুল হাই (পিপিএএ) স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েলকে মনোনীত করে প্রজ্ঞাপন জারি করেন।

এই বিষয়ে নবনির্বাচিত ২৫০ শয্যা বিশিষ্ট হবিগঞ্জ সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও হবিগঞ্জ-২ আসনের সাংসদ অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল জানান, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের প্রতিটি জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তিনি আরো বলেন, জেলার স্বাস্থ্য সেবাকে আরও ত্বরান্বিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্য এবং সহযোগিতা করা হবে। হবিগঞ্জ সদর হাসপাতালে দুর-দুরান্ত থেকে আসা প্রান্তীক রোগীরা যাতে সঠিক চিকিৎসা সেবা পায় সেই ব্যবস্থা করবো ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
বানিয়াচং মিরর  © ২০২৩, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD