1. sm.khakon@gmail.com : admin :
  2. rayhansumon2019@gmail.com : rayhan sumon : rayhan sumon
রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন এমপি রুয়েল

বিশেষ প্রতিনিধি
  • রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

আজমিরীগঞ্জের কাকাইছেও ইউনিয়নের কয়েকটি গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন বানিয়াচংÑআজমিরীগঞ্জ (হবিগঞ্জ-২) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। রবিবার (২৩জুন) দুপুর ২টার দিকে বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও আশ্রয়ন প্রকল্পে থাকা ক্ষতিগ্রস্থ পরিবারের লোকদের খোঁজ-খবর নেন।

এসময় এমপি ময়েজ উদ্দিন শরীফ রুয়েল নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের আশ্বাস দিয়ে বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পক্ষ থেকে এখানকার দুর্গত মানুষদের আমি খোঁজ নিতে এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখীর দুঃখ বোঝেন, দরিদ্রের কষ্ট বোঝেন, অসহায় মানুষের ব্যথা বোঝেন। তার সময়ে কোন মানুষ গৃহহীন ও না খেয়ে থাকবে না।

এমপি রুয়েল আরো বলেন, দেশের অসহায় মানুষের মুখে খাবার দিতে তিনি সব সময় দৃঢ় কাজ কর যাচ্ছেন। করোনাসহ অতীতের সকল প্রাকৃতিক দূর্যোগকালে তিনি দেশের সকল অসহায় মানুষের সেবা ও হাসি ফুটাতে পাশে দাঁড়িয়েছেন। এ সময় তিনি তার নিজস্ব তহবিল থেকে ক্ষতি গ্রস্থদের খাদ্য সামগ্রী প্রদান ও পরবর্তীতে বিভিন্ন সহযোগীতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন কাকাইছেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিছবা উদ্দিন ভুইয়া, জেলা আওয়ামী লীগের সদস্য চৌধুরী মোহাম্মদ ফরিয়াদসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জানা গেছে, বৃষ্টি অব্যাহত থাকায় উপজেলার কয়েকটি ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট, ফসলি জমি, আউশ ধানের জমি, বীজতলা ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে শতাধিক পুকুর ও ফিসারির মাছ। সব মিলিয়ে বেশ ক্ষতিগ্রস্থ হয়েছেন ওই এলাকার লোকজন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
বানিয়াচং মিরর  © ২০২৩, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD