হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জুন) সকালে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদেরকে শপথ বাক্য পাঠ করান সিলেট বিভাগীয় কমিশনার মো. আবু আহমদ সিদ্দিকী।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল গত ২৯ মে । এতে চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হন মোতাচ্ছিরুল ইসলাম। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন মাহবুবুর রহমান আউয়াল ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন সৈয়দা কুমকুম। শপথ শেষে বিভাগীয় কমিশনার ও স্থানীয় নেতা কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। এসময় অন্যান্য উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণ শপথ নেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়ে মোতাচ্ছিরুল ইসলাম নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা এবং সদর উপজেলাবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, হবিগঞ্জ সদরের মানুষ আমাকে ভালোবাসে। তারা নিজের আমানত ভোট দিয়ে জয়ী করেছে। আমি যেভাবে বিগত দিনে তাদের পাশে থেকে কাজ করেছিলাম এখনো তাই করব। এই জয় আমার একার নয় এই জয় সদর উপজেলাবাসীর।
Designed by: Sylhet Host BD
Leave a Reply