আজমিরীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪জুন) বিকাল সাড়ে ৩টায় উপজেলার এবিসি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা পুরষ্কার ও বিতরণী অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন হবিগঞ্জ-২ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সাংসদ,স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিক এর সভাপতিত্বে উক্ত টুর্ণামেন্টে বিশেষ অতিথি ছিলেন, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: মাহমুদা আক্তার রেফা ও ভাইস চেয়ারম্যান মিলোয়ার হোসেন। বঙ্গবন্ধু টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী হয় পিটুয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপর দিকে বঙ্গমাতা শেষ ফজিলাতুন্নেছা মুজিব টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী হয় কদমতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিশুদের সুস্থ বিকাশ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ২০১০ সাল থেকে প্রতিবছর বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয় ২০১১ সাল থেকে। নৈতিক মূল্যবোধ অবক্ষয় থেকে শিক্ষার্থীদের রক্ষায় খেলাধুলার বিকল্প নেই। কারণ খেলাধুলার মাধ্যমে পরষ্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও মৈত্রীর বন্ধন গড়ে উঠে। এতে করে শিক্ষার্থীদের মধ্যে নতুন নতুন কাজের অনুপ্রেরণা জোগায়।
তিনি আরো বলেন, যে যতবেশী শারীরিক পরিশ্রম করে সে ততবেশী নিজেকে সতেজ অনুভব করে। খেলাধুলায় ব্যস্ত থাকলে যুব সমাজ ও শিক্ষার্থীরা বিপথে পরিচালিত হওয়ার সম্ভাবনা থাকে না। যতবেশি খেলাধুলার সঙ্গে আমাদের ছেলে-মেয়েদেরকে সম্পৃক্ত রাখতে পারবেন তারা ততবেশী সুস্বাস্থ্যের অধিকারী হবে। চিন্তা-চেতনায় মন-মননে অনেক বেশি শক্তিশালী অনেক বেশি উন্নত হবে তারা।
অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার হাসিবুল ইসলামসহ উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন৷
Designed by: Sylhet Host BD
Leave a Reply