নবরুপে বানিয়াচং নতুন বাজারের সুফিয়া মতিন কলেজ রোডে ফাস্টফুড “গ্রীণ ফুড কর্ণার” এর শুভ উদ্বোধন করলেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ,স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। শুক্রবার (১৪জুন) জুমআ নামাজের পর আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন তিনি। এর পূর্বে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি আইন উদ্দিন।
গ্রীণ ফুড কর্ণার উদ্বোধনকালে এমপি ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন, মানুষ ভালো ও পরিচ্ছন্ন পরিবেশে খাবার খেতে খুব বেশি আগ্রহী। ফাস্টফুড কর্তৃপক্ষের দায়িত্ব হলো পরিষ্কার-পরিচ্ছন্ন, গুণেমানে এবং সুসজ্জিত পরিবেশে খাবার তৈরি করা। খাবার রান্না ও সংরক্ষণের ক্ষেত্রে রান্নার স্থান এবং পরিচ্ছন্ন পরিবেশন হওয়া উচিত। যাতে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত হয়।
গ্রীণ ফুড কর্ণারের সত্ত্বাধিকারী মহসিন আহমেদ বলেন, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যদিয়ে মানসম্পন্ন খাবার পরিবেশন করা হবে। ভাতের সাথে থাকবে বিভিন্ন ভর্তা, স্থানীয় বিভিন্ন প্রকারে মাছ, সবজি গরু, খাসি ও মুরগীর গোস্তসহ আরো অনেক আইটেম। আশা করি সাধারণ মানুষেরা আমার হোটেলে খেয়ে তৃপ্তি পাবে। এবং অন্য হোটেলের থেকেও খাবারের গুণগত মান ভালো থাকবে আশা করছি।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন খান সুমন, ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয় পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান রেখাছ মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি রায়হান উদ্দিন সুমন, সিনিয়র সহসভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, নতুনবাজার বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের আহবায়ক কমিটির সদস্য রবিউল আলম রবি, এমদাদুল হোসেন শাহিন ,দিদারুল আলম বাবলু, ইউপি মেম্বার মামুন, তোফাজ্জুল মিয়া, বানিয়াচং সংবাদপত্র হকার্স সমিতির সাধারণ সম্পাদক মোস্তাকিম মিয়া, প্রবাসী মোাশাহিদ মিয়া, সেলু মিয়া, বাবুল মিয়া, ওমর শেখ জিতু, আবুল কাশেমসহ নানা শ্রেণি পেশার মানুষ। সবশেষে উদ্বোধন অনুষ্ঠানে আসা সকল অতিথিদেরকে তেহারি দিয়ে আপ্যায়ন করেন গ্রীণ ফুড কর্ণার কর্তৃপক্ষ।।
Designed by: Sylhet Host BD
Leave a Reply