বানিয়াচংয়ে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সুফলভোগীদের মাঝে অনুদান হিসেবে দুটি করে ছাগল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩জুন) উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ,স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।
ছাগল ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল এমপি বলেন, মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার প্রানিসম্পদসহ বিভিন্ন খাতে ভর্তুকি দিয়ে মানুষকে স্বাবলম্বী করে তোলার নানা কর্মসূচি হাতে নিয়েছেন। আর এসবের সুফল ভোগ করে মানুষ আজ স্বাবলম্বী হয়ে তাদের ছেলেমেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলছেন।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন খান,মহিলা ভাইস চেয়ারম্যান জাহেনারা আক্তার বিউটি,বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান খান প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply