পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে দু:স্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম বৃহস্পতিবার (১৩জুন) উদ্বোধন করা হয়েছে। বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন খান। বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদে এই কার্যক্রম উদ্বোধন করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগীতায় বানিয়াচং ৪নং ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১ হাজার ২ জন অসহায়, দু:স্থদের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণকালে দেখা যায় দুস্থ ও অসহায়রা লম্বা লাইনে দাড়িয়ে থাকতে। একাধিক দু:স্থ ও অসহায়দের সাথে কথা বললে তারা জানান ১০ কেজি করে চাল পেয়ে আনন্দিত।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই চাল বিতরণ করা হচ্ছে। ঈদের আনন্দকে সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার প্রয়াসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন উদ্যোগ নিয়েছেন। চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার,সচিবসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply