লাখাই উপজেলার সোশ্যাল মার্কেটিং কোম্পানি’র( এসএমসি’র) সফল নারী উদ্যোক্তা ২০২২ পদকে মনোনীত হলেন মোছাঃ রিমা আক্তার। তিনি উপজেলার সুবিদপুর গ্রামের ফারুক চৌধুরীর স্ত্রী ।
গত রবিবার (২৮মে) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ব্রাক লার্নিং সেন্টারে হবিগঞ্জ থেকে আগত ২২০ জন জিএসএমদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভার একপর্যায়ে অতিথি বৃন্দ লাখাই উপজেলার এসএমসির গোল্ড স্টার, স্বাস্থ্যসেবা অঙ্গীকারে অসামান্য অবদান রাখায় মোছাঃ রিমা আক্তারকে সফল নারী উদ্যোক্তা -২০২২পদকে মনোনীত হওয়ায় সম্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দেন।
এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমসির চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ব্যবস্থাপক তছলিম উদ্দিন খান সহ এসএমসির বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ।
নারী উদ্যোক্তা রিমা আক্তার জানান, আমি ২০১৮ সাল হতে এসএমসির সাথে জড়িত আছি। আমাকে উপজেলার সেরা সফল নারী উদ্যোক্তা নির্বাচন করায় এসএমসির প্রতি কৃতজ্ঞ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply