1. sm.khakon@gmail.com : admin :
  2. rayhansumon2019@gmail.com : rayhan sumon : rayhan sumon
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:১৬ পূর্বাহ্ন

জেলা আ’লীগের সেক্রেটারিকে ফুলেল শুভেচ্ছা জানালেন মোতাচ্ছিরুল ইসলাম

স্টাফ রিপোর্টার
  • রবিবার, ২ জুন, ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। শনিবার (১জুন) সন্ধ্যার পর অ্যাডভোকেট আলমগীর চৌধুরীর নিজস্ব বাসভবনে গিয়ে শুভেচ্ছা জানান তিনি। শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি ও বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী বলেন, রাজনীতি সবসময় একটি জটিল জিনিস। কূট-কৌশল ও রাজ-কৌশল দুটিই আয়ত্ব করা এত সহজ কাজ নয়। তবুও রাজনীতি যেহেতু জনগনের জীবন মান পরিবর্তনে ভূমিকা রাখে, সেহেতু রাজনীতি থেকে দূরে সরিয়ে যাওয়া ও ঠিক নয়।

আমার মনে হয় পৃথিবীর সব মানুষই রাজনৈতিকভাবে সচেতন। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবাই রাজনীতি করেন। বিজয়ী চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, এ বিজয় জনতার। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জয়ী হয়েছো তুমি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের পুরোটা জুড়ে দেখতে পাওয়া যায়, মানুষের জন্য তার ছিল অগাধ ভালোবাসা। তিনি সেই ভালোবাসা থেকে আমৃত্যু মানুষের জন্য কাজ করে গেছেন। আসলে মানুষকে ভালোবেসে মানুষের জন্য কাজ করার ইচ্ছা যাদের আছে রাজনীতি তাদের জন্য। পরিশেষে বলবো আমাদের রাজনীতিতে নিঃস্বার্থ রাজনীতির এক নবযুগের সূচনা হবে ইনশাআল্লাহ। যেখানে থাকবে না স্বার্থকেন্দ্রিক-পরিবারকেন্দ্রিক রাজনীতির চর্চা।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
বানিয়াচং মিরর  © ২০২৩, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD