দ্বিতীয় বারের মতো বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন ইকবাল হোসেন খান। গত মঙ্গলবার (২৮ মে) আনুষ্ঠানিকভাবে বিদায়ী চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী কাছ থেকে দায়িত্বভার গ্রহন করেন তিনি। এসময় একে অপরকে মিষ্টিমুখ করান।
মঙ্গলবার উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদের দায়িত্বভার নেন তিনি। এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ ও আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।
এর আগে (সোমবার) চেয়ারম্যান হিসেবে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সরকারিভাবে শপথ নেন ইকবাল হোসেন খান। শপথ বাক্য পাঠ করান সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহম্মদ ছিদ্দীকী এনডিসি। শপথ গ্রহণ শেষে নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। শপথ অনুষ্ঠানে সিলেট বিভাগের অন্যান্য উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যাগণ উপস্থিত ছিলেন।
এদিকে দ্বিতীয় বারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে ইকবাল হোসেন খান জানান, নির্বাচনী কাজে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা,আইন শৃঙ্খলাবাহিনী এবং আমার বানিয়াচং উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বানিয়াচংয়ের মানুষ আমাকে ভালোবাসে। তারা নিজের আমানত ভোট দিয়ে জয়ী করেছে আমাকে।
তিনি আরো বলেন, আমি বিগত দিনে যেভাবে তাদের পাশে থেকে কাজ করেছিলাম এখনও তাই করবো। এই জয় আমার একার নয়, এই জয় বানিয়াচং উপজেলাবাসীর। সবাইকে সাথে নিয়ে দল-মত নির্বিশেষে একটি সুন্দর বানিয়াচং ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলকে কাজ করে যাবো।
প্রসঙ্গত, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে (৮মে) বানিয়াচং উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন খান আনারস প্রতীকে ৪২ হাজার ৮২৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা যুবলীগের সভাপতি মোঃ আবুল কাশেম চৌধুরী মোটরসাইকেল প্রতীকে পান ৩১ হাজার ৭৭২ ভোট এবং ঘোড়া প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার পান ১৪ হাজার ২২৩ ভোট।
Designed by: Sylhet Host BD
Leave a Reply