সদ্য শেষ হওয়া বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থী ইকবাল হোসেন খান বানিয়াচং উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শনিবার (১১মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে তার আইডি দিয়ে পোস্ট করে এই কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। তার দেয়া পোস্ট হুবহু তোলে ধরা হলো-
প্রিয় উপজেলাবাসী আপনারা আমার সশ্রদ্ধ সালাম, আদাব ও শুভেচ্ছা গ্রহণ করুন। বিগত ০৮ তারিখের উপজেলা নির্বাচনে আপনারা সবাই আমার আনারস মার্কার প্রতি ভালোবাসা দেখিয়ে আমাকে ভোট দিয়ে আপনাদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। আমার পক্ষে বানিয়াচংয়ের সকল ইউনিয়নের অনেক নেতা কর্মী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার শুভাকাঙ্খীগণ দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি আমার ব্যক্তিগত ও আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের কাছে আমি ঋণী হয়ে গেলাম। আপনাদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা অক্ষুন্ন রাখতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।
আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার সকল কর্মী সমর্থকসহ আমার নির্বাচনী এলাকার সকল জনগণকে। এ বিজয় আপনাদের। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বানিয়াচং উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সকল সম্মানিত নেতৃবৃন্দ ও কর্মী ভাইসহ সবাইকে।
কিন্তু যারা অতি উৎসাহী হয়ে প্রতিপক্ষের কাউকে কোন আঘাত, কটুক্তি করবে তাদেরকে কোন প্রতিঘাত করবে এটা আমি কোন ভাবেই বরদাশত করবো না। আমি আপনাদের ভোটে নির্বাচিত চেয়ারম্যান আমার কাছ থেকে সেবা পাওয়ার অধিকার আপনাদের সবার রয়েছে। আপনারা আমার কাছ থেকে সেবা চেয়ে নিবেন। আমি আপনাদের সেবক এবং এভাবেই আপনাদের পাশে আজীবন থাকতে চাই। তাই আমাদেরকে এখন দলমত নির্বিশেষে সকলে মিলে আমাদের প্রাণপ্রিয় বানিয়াচংকে শান্ত, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে নিয়ে যেতে হবে। সবাই ভালো থাকবেন।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ।
ইকবাল হোসেন খান
নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান,বানিয়াচং।
Designed by: Sylhet Host BD
Leave a Reply