বানিয়াচং-আজমিরীগঞ্জ ( হবিগঞ্জ-২) আসনের সাংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বানিয়াচং উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইকবাল হোসেন খান। গত শুক্রবার (১০মে) সন্ধ্যার পর দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খিদের নিয়ে সাংসদ রুয়েল এর সাথে সাক্ষাত করেন তিনি।
এসময় তারা একে অপরকে মিষ্টিমুখ করান এবং ফুলের মালা বিনিময় করেন। সাক্ষাতকালে দলীয় নেতাকর্মী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। হবিগঞ্জ-২ আসনের সাংসদ অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল উপজেলার সার্বিক উন্নয়নে পাশা থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply