বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন খান বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। আনারস প্রতীক নিয়ে ১০৬ সেন্টারে ৪২ হাজার ৪শ ৩৩ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী পেয়েছেন ৩১ হাজার ৮শ ৩ ভোট। ১০ হাজার ৬শ ৩০ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন খান।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আশরাফ হোসেন খান সুমন চশমা প্রতীকে এগিয়ে রয়েছেন। অন্যদিকে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাহেনারা আক্তার বিউটি প্রজাপতি প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার পথে এগিয়ে আছেন। বুধবার (৮মে) রাতে উপজেলা পরিষদের হলরুমে সহকারি রির্টানিং কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বানিয়াচং উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়। বুধবার (৮ মে) সকাল ৮টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। তবে নির্বাচনে কোনো ধরনের সহিংসতা হয়নি। উপজেলার ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম ছিল।
Designed by: Sylhet Host BD
Leave a Reply