একদিন পরেই বানিয়াচং উপজেলা পরিষদের নির্বাচন। এই নির্বাচনে শেষ হাসিটা কে হাসবে সেটাই এখন দেখার অপেক্ষায় রয়েছেন উপজেলাবাসী। এই উপজেলায় আগামী ৮ মে রোজ বুধবার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচার প্রচারণা শেষ হয়েছে সোমবার রাত ১২টায়। শেষ দিনে প্রার্থী, সমর্থক ও নেতাকর্মীদের নির্ঘুম প্রচার প্রচারণায় মুখরিত ছিল বানিয়াচং উপজেলা।
ভোটাররা জানিয়েছেন, তারা সৎ যোগ্য প্রার্থীকেই বাছাই করে তাদের মূল্যবান ভোট প্রয়োগ করবেন। সর্বত্র এখন আলোচনার বিষয় প্রার্থীদের মধ্যে কে হাসবেন শেষ হাসি। কে হচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান। কারা হচ্ছেন ভাইস চেয়ারম্যান। এসব প্রশ্নের উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে ৮ মে বিকেল ৪টা পর্যন্ত।
এ উপজেলায় চেয়ারম্যান পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী (মোটরসাইকেল), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন খান (আনারস) ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টার (ঘোড়া)। নির্বাচনী মাঠে এই তিন প্রার্থীর মধ্যে দুইজনের তুমুল লড়াইয়ের আভাস পাওয়া গেছে।
তবে জেলা আওয়ামী লীগের একটি অংশ ও উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী তার সাথে প্রচার প্রচারণায় সক্রিয় রয়েছেন বলে কিছুট সুবিধাজনক অবস্থানে রয়েছেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন খান।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছে। তারা হলেন-আশরাফ হোসেন খান (চশমা), এস এম সুরুজ আলী (মাইক), কৃষ্ণ দেব (টিউবওয়েল), তাফাজ্জুল হক (বই), প্রিয়তোষ রঞ্জন দেব (বৈদ্যুতিক বাল্ব), আসিক মিয়া (তালা), ফারুক আমীন (উড়োজাহাজ), সৈয়দ নাছিরুল ইমাম (টিয়া পাখী),আরশাদ হোসেন খান বিপলু (পালকি)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। তারা হলেন-জাহেনারা আক্তার বিউটি (প্রজাপতি), মুক্তা রানী দাস রিয়া (ফুটবল) ও শিউলি রানী দাস (কলস)।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা নির্বাচন অফিস। কোথাও কোন ধরনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বানিয়াচং উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সৈয়দ কামাল হোসেন।
তিনি জানান, সুষ্ঠু, নিরেপক্ষ এবং আনন্দঘন পরিবেশে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটারগণ যেন তাদের নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেই পরিবেশ বজায় রাখবে নির্বাচন কমিশন।
এদিকে নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচন যাতে ভোটাররা তাদের ভোটাধিকার শান্তিপূর্ণ ভাবে দিতে পারে এবং সব ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে মাঠে প্রশাসনকে চার স্তরের নিরাপত্তায় ঢেলে সাজানো হয়েছে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসাইন জানান, উপজেলা পরিষদ নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। এ নির্বাচনে কোন কারচুপির সুযোগ নেই। ইতিমধ্যে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে ব্রিফিং করেছি।
বানিয়াচং উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সৈয়দ কামাল হোসেন বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সবকটি ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আশা করছি বানিয়াচং উপজেলায় শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, আগামীকাল ৮মে (বুধবার) ভোট হবে বানিয়াচং উপজেলায়। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৬শ ১০ জন। এর মধ্যে মহিলা ভোটার ১ লাখ ৩৪ হাজার ৮শ ৩১ ও পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৭শ ৭৯ জন। ভোট কেন্দ্র রয়েছে ১০৬টি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply