1. sm.khakon@gmail.com : admin :
  2. rayhansumon2019@gmail.com : rayhan sumon : rayhan sumon
রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন

আনারসের সমর্থনে জেলা আ’লীগের নেতাসহ ১১ ইউপি চেয়ারম্যানদের একাত্নতা

বিশেষ প্রতিনিধি
  • রবিবার, ৫ মে, ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে
ছবি : বক্তব্য রাখছেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার খানম ।

আসন্ন বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন খানের আনারস মার্কার সমর্থনে বানিয়াচং উপজেলার ১৫ ইউনিয়নের মধ্যে ১১ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরাসরি হাজির হয়ে একাত্নতা প্রকাশ করেছেন। এর ফলে উপজেলা নির্বাচনে ভোটের মাঠে বাড়তি গণজোয়ার সৃষ্টি হয়েছে আনারসের। তারা উপজেলার বিভিন্ন নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে বক্তব্যসহ আনারসের পক্ষে ভোট চাচ্ছেন।

পাশাপাশি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতিসহ কয়েকটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যানগণ ও রয়েছেন। তারা দিনরাত এক করে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন তৃণমূলের আস্থার প্রতীক ইকবাল হোসেন খানের পক্ষে। উপজেলার সকল ইউনিয়নেই চালাচ্ছেন জনবহুল প্রচারণা।

গত শনিবার (৪ মে) বানিয়াচং উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের দৌলতপুরের চকবাজার ও আড়িয়ামুগুর বাজারে আনারসে সমর্থনে পৃথক দুটি জনসভায় উপস্থিত ছিলেন, বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান খান, ২নং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরফান উদ্দিন, ৫নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জু কুমার দাস, ৬নং বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, ৮নং খাগাউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ কোরাইশি মক্কি, ১০নং সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়কুমার দাস, ১২নং সুজাতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুর রহমান, ১৩নং মন্দরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সামছুল হক, ১৪নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মিজানুর রহমান মিজান, ১৫নং পৈলারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী।

ছবি : আড়িয়ামুগুর বাজারে আনারস মার্কার সমর্থনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন ৫নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জু কুমার দাস।

এছাড়া জনসভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শ্রমিক নেতা ও ১০নং সুবিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সজিব আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা: অসিত রঞ্জন দাস, ১১নং মক্রমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক এহিয়া চৌধুরী ও ১১নং মক্রমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষকলেিগর সভাপতি হুমায়ুন কবির রেজা।

দুটি জনসভায় ই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিলেট-সুনামগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জের পুত্রবধু ও বানিয়াচংয়ের মেয়ে অ্যাডভোকেট শামীমা আক্তার খানম। এদিকে নির্বাচনী জনসভায় বানিয়াচং থেকে প্রায় ২ শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে অংশ গ্রহন করেন শুভাকাঙ্খি ও নেতাকর্মীরা।

জনসভায় উপস্থিত নেতাকর্মীরা বলছেন, এবার ইকবাল হোসেন খান আনারসের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে পেরেছেন। কোনো প্রার্থীরা এর ধারে কাছেও নাই। ফলে উপজেলাজুড়ো আনারসের গণজোয়ার সৃষ্টি হয়েছে। ভোটের দিন ভোটাররা আনারসের ভোট বিপ্লব ঘটাবে বলেও জানান তারা।

 

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
বানিয়াচং মিরর  © ২০২৩, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD