শীঘ্রই ৪ কোটি টাকা ব্যয়ে কাজ শুরু হবে ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের কুমড়ি দুর্গাপুর-নজরপুরের ফিরিঙ্গীটিলা ব্রিজের নির্মাণ কাজ। ব্রিজটি নির্মাণ হলে দীর্ঘ দিনের দুর্ভোগ লাঘব হবে এলাকাবাসীর।
জানা যায়, প্রায় অর্ধ শত বছর আগে তৈরি হওয়া কুমড়িবাজার সংলগ্ন ব্রিজটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা ও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার মধ্যে সংযোগ ঘটানো এই ব্রিজের এপাড়ে দুর্গাপুর-কুমড়ি-নজরপুর বাজার এবং ওপাড়ে কদমচাল-ফিরিঙ্গীটিলা-মনোহরপুর গ্রাম।
স্বাধীনতার পরবর্তী কয়েক দশক ধরে নদীর এপাড়-ওপাড় মিলিয়ে এই এলাকার হাজার হাজার মানুষের হাট-বাজার যোগাযোগ ও নিত্য প্রয়োজনীয় কাজে ব্রিজটি আশীর্বাদস্বরূপ। বর্ষাকালে নদী পারাপারে একমাত্র ভরসা এই ব্রিজ। কিন্তু বর্তমানে এর অবস্থা শোচনীয় হওয়া যোগাযোগ অনেকটাই ভাটা পড়েছে দুই উপজেলাবাসীর। বর্তমানে ব্রিজটি চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। ফলে ওই ব্রিজের ওপর দিয়ে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারীরা। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।
স্থানীয়রা বলেন, এই জায়গাটিতে একটি ব্রিজ নির্মাণের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন তবুও সুফল পায়নি। অদ্যবধি পর্যন্ত আশার আলো দেখেনি এই অঞ্চলের মানুষ। তাই যুগের পর যুগ ধরে বাধ্য হয়েই এই ঝুঁকিপুর্ণ ব্রিজ দিয়ে মানুষদের নদী পারাপার হতে হচ্ছে। স্থানীয়দের দাবি, ভাঙাচোরা ঝুঁকিপূর্ণ ব্রিজটি অপসারণ করে ওই স্থানে নতুন করে ব্রিজ নির্মাণের।
এই বিষয়ে হবিগঞ্জ-২ আসনের সাংসদ অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বানিয়াচং মিররকে জানান, এই ব্রিজটি নির্মাণে ছিল আমার নির্বাচনী ওয়াদা। ইতিমধ্যে ফিরিঙ্গীটিলা ব্রিজ ভেঙ্গে নতুন করে একটি ব্রিজ নির্মাণ করতে ৪ কোটি টাকা ব্যয় দেখিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চাহিদাপত্র দেয়া হয়েছে। আশা করছি অচিরেই দুই উপজেলাবাসীর যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচন হবে। স্বপ্ন পুরণ হবে তাদের।
Designed by: Sylhet Host BD
Leave a Reply