আসন্ন বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন খান ব্যাপক গণসংযোগ করেছেন। বুধবার (১ মে) বেলা ১১টার দিকে উপজেলা সদরের বড়বাজারে সর্বস্তরের জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের নিয়ে ব্যবসায়ীদের সাথে গণসংযোগ করেন তিনি। তপ্ত রোদ উপেক্ষা করে থেমে নেই তার প্রচার-প্রচারণা।
দিনরাত এই গরমের মধ্যেও ভোটারদের কাছে ছুটছেন ইকবাল হোসেন খান। সঙ্গে রয়েছে তার একঝাঁক কর্মী বাহিনী। ভোটারদের মন জয় করতে প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। নির্বাচনের মাঠে আলোচনায় থাকা এই প্রার্থীকে প্রচন্ড রৌদ্রের মধ্যেই প্রচারণা চালাতে দেখা গেছে। ঘামে শরীর ভিজে একাকার হয়ে গিয়েছে। তবুও থেমে যাননি তিনি, থেমে যায়নি তার কর্মীরা। ছুটছেন বাজারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।
গণসংযোগকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন খান (আনারস) বলেন, আমি নির্বাচিত হলে বানিয়াচং উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো পাশাপাশি জনগণের কল্যাণে কাজ করবো। তিনি বলেন আমি যেখানেই গিয়েছি আনারসের সমর্থনে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি। উপজেলাজুড়ে সর্বস্তরের মানুষ আনারস প্রতীকের পক্ষে যেভাবে সমর্থন জানাচ্ছেন, ইনশাআল্লাহ আগামী ৮ মে আমার বিজয় সুনিশ্চিত বলেও আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরো বলেন, আমি ব্যক্তিগতভাবে ব্যবসায়ীদের সম্মান করি। ব্যবসায়ীদের যেকোনো প্রয়োজনে আমাকে সব সময় পাশে পাবেন। পরে তিনি ভোটারদের সাথে কুশল বিনিময়, লিফলেট বিতরণ করেন।
গণসংযোগে বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান খান,বড়বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন ছাড়া ও দলীয় নেতাকর্মী এবং নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply