নবীগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে আহত উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রুবেলকে দেখতে হাসপাতালে গেলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরীর বিশেষ অনুরোধে গত রবিবার (২১ এপ্রিল) সকাল ১০টায় সাভারের সিআরপি (সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড) হাসপাতালে চিকিৎসাধীন জাহিদুলকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।
স্বাস্থমন্ত্রী এসময় জাহিদুলের চিকিৎসার খোঁজ-খবর নেন। চিকিৎসায় যাতে কোন ধরণের গাফিলতি না হয় সেই জন্য কর্তব্যরত চিকিৎসকদের নানা দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় স্বাস্থমন্ত্রী’র সাথে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, সিআরপির প্রতিষ্ঠাতা ডাঃ ভ্যালেরি টেলর, নির্বাহী পরিচালক ডাঃ মোহাম্মদ সোহরাব হোসেন প্রমুখ।
অন্যদিকে আহত অবস্থায় চিকিৎসাধীন ছাত্রলীগ নেতা রুবেলের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লাখ টাকা অনুদান এনে দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী।
Designed by: Sylhet Host BD
Leave a Reply