দারিদ্র বিমোচনে সমাজসেবা অধিদপ্তরের সুদমুক্ত ক্ষুদ্র ঋণের সুষ্ঠু ব্যবহার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০মে) সকাল ১০টায় সদর উপজেলা সভাকক্ষে উপজেলা সমাজসেবার আয়োজনে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সেমিনারের কার্যক্রম উদ্বোধন ও মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শহীদুল ইসলাম।
সেমিনারে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সুদমুক্ত ক্ষুদ্র ঋণের কিভাবে সুষ্ঠু ব্যবহার করা যায় সে বিষয়ে আলোচনা করা হয় এবং দরিদ্র জনগোষ্ঠিকে বিভিন্ন বিষয়ে দক্ষতা উন্নয়নের মাধ্যমে মুলধারায় নিয়ে আসা ও তাদের জীবনমানের উন্নয়ন করা যায় সে বিষয়ে জোরারোপ করা হয়। সেই সাথে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের দক্ষতা গড়ে তুলে দেশের বাহিরেও কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও আস্বস্থ করেন বক্তারা।
সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ কে এম সাইদুর হকের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। সেমিনারে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply