1. sm.khakon@gmail.com : admin :
  2. rayhansumon2019@gmail.com : rayhan sumon : rayhan sumon
রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন

নির্বাচনের উন্মুক্ত মাঠে অপ্রতিরোধ্য ইকবাল হোসেন খান

স্টাফ রিপোর্টার
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৩৩৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ১ম ধাপে আগামী ৮ মে হতে যাচ্ছে বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনের প্রায় কিছু দিন বাকি থাকলেও এরই মধ্যে প্রার্থীতা জানান দিতে মাঠে নেমে পড়েছেন চেয়ারম্যান প্রার্থীরা।

এই নির্বাচনে ইতিমধ্যে মাঠপর্যায়ে প্রচার-প্রচারণা করে তাক লাগিয়ে দিয়েছেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান। তিনি প্রতিদিন কোথাও না কোথাও তার সমর্থকদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা করে যাচ্ছেন।

সভায় তরুণ প্রজন্মের ভোটার ছাড়াও সর্বস্তরের লোকজন উপস্থিত থেকে দলমত নির্বিশেষে সমর্থন দিয়ে যাচ্ছেন। সম্প্রতি তার এর প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যানগণ। নির্বাচনে তাকে সমর্থন দিয়েছে তারা। আগামী নির্বাচনে ইকবাল হোসেন খানকে সমর্থন দিয়ে তার পক্ষে মাঠে কাজ করে যাচ্ছেন।

এছাড়া কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি শামিমা আক্তার খানম বিভিন্ন জনসভায় ইকবাল হোসেন খানের পক্ষে ভোট চেয়ে বক্তব্য-বিবৃতি দিয়ে যাচ্ছেন। তৃণমূল থেকে উঠে আসা একজন সফল রাজনীতিবিদ ইকবাল হোসেন খান দলমত নির্বিশেষে সবার কাছে গ্রহনযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত। উপজেলা নির্বাচনে ব্যক্তি ইমেজে যোগ্য প্রার্থী তিনি। নির্বাচনের উন্মুক্ত মাঠে বরাবরই অপ্রতিরোধ্য ইকবাল হোসেন খান।

একজন সফল ছাত্রনেতা থেকে একজন জনপ্রিয় জননেতা হিসেবে বানিয়াচং এর রাজনীতিতে আলাদা একটা জায়গা দখল করে নিয়েছেন তিনি। শুধু মাঠে ময়দানেই নয় প্রযুক্তির কল্যাণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউবসহ নানা মাধ্যমে ছড়িয়ে পড়েছে ইকবাল হোসেন খানের প্রচার-প্রচারণা।

১৮৬ বর্গমাইলের বানিয়াচং এ জননেতা ইকবাল হোসেন খান একটা ব্র্যান্ড। যার গ্রহনযোগত্যা এবং জনপ্রিয়তা সব শ্রেণী-পেশা-ধর্ম-বর্ণ-বয়সের মানুষের মাঝে আকাশচুম্বী। উপজেলাজুড়ে একজন সফল পঞ্চায়েত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ইকবাল হোসেন খান।

বিগত জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। যদিও তিনি বর্তমানে দলীয় কোন পদ-পদবীতে নেই। বিগত দিনের কর্মকান্ড মূল্যায়ন করলে এই নির্বাচনে তার বিজয়ী হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরাা।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল ১৫ এপ্রিল। বাছাই হবে ১৭ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল। ভোট হবে ৮ মে। বানিয়াচং উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৬শ ১০ জন। এর মধ্যে মহিলা ভোটার ১ লাখ ৩৪ হাজার ৮শ ৩১ ও পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৭শ ৭৯ জন।

 

 

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
বানিয়াচং মিরর  © ২০২৩, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD