1. sm.khakon@gmail.com : admin :
  2. rayhansumon2019@gmail.com : rayhan sumon : rayhan sumon
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৭:১২ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে পালিত হচ্ছে ঈদুল ফিতর

স্টাফ রিপোর্টার
  • বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্যদিয়ে বানিয়াচংয়ে ধর্মপ্রাণ মুসলমানরা বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করছেন। ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র রমজানে পুরো এক মাস সিয়াম সাধনার পর ঈদের আনন্দে শামিল হয়েছেন।

বৃহস্পতিবার (১১এপ্রিল) সকালে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয়েছে ঈদের আনুষ্ঠানিকতা। নামাজ শেষে কুশল ও শুভেচ্ছা বিনিময় করে আনন্দ ভাগাভাগি করছেন সবাই। বানিয়াচংয়ে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বানিয়াচং সদরের থানা সংলগ্ন শাহী ঈদগাহে। সকাল সাড়ে ৮টায় শুরু হয় ঈদের জামাত। এখানে দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ আদায় করেন।

ছবি : নামাজ শেষে কুশল বিনিময় করছেন সাবেক এমপি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ।

বানিয়াচং শাহী ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল,হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমানে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আলহাজ¦ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টার,১নং উত্তর-পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান খান,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হোসেন খান মামুন,সাবেক সেক্রেটারি রফিকুল ইসলাম চৌধুরী রিপন,উপজেলা ছাত্রলীগের সভাপতি হিফজুর রহমান জয়সহ নানা শ্রেনী পেশার মানুষ।

ছবি : ঈদের নামাজ শেষে কোলাকুলি করছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।

দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন বানিয়াচং শাহী ঈদগাহের ইমাম মাওলানা ফজলুর রহমান খান।

এ ছাড়া উপজেলা সদরের,জাতুকর্ণপাড়া ঈদগাহ, শরীফখানী ঈদগাহ, জনাব আলী ঈদগাহ, সাগরদীঘির পশ্চিমপাড়া ঈদগাহ,প্রথমরেখ ঈদগাহ ও আদর্শবাজার সংলগ্ন আলহাজ¦ গোলাপ আলী খান ঈদগাহে পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
বানিয়াচং মিরর  © ২০২৩, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD