দীর্ঘ দেড় বছরের ও বেশি সময়ের পর অবশেষে বানিয়াচং উপজেলা ছাত্রলীগ ও জনাব আলী সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি অনুমোদন দিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ডা: সাইফ-ই-রহমান তন্ময় ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন।
গত মঙ্গলবার (২৫মার্চ) রাতে জেলা ছাত্রলীগের প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ১ বছরের জন্য এই দুটি ইউনিটের কমিটি অনুমোদন করেন তারা। উপজেলা কমিটিতে সভাপতিসহ ৪৪ জনকে সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৮ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ৮জনকে সাংগঠনিক সম্পাদক এবং ১০ জনকে বিভিন্ন সম্পাদকীয় পদবী দিয়ে ৭২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
অপরদিকে আগামী ১ বছরের জন্য জনাব আলী সরকারি ছাত্রলীগের কমিটিতে সভাপতিসহ ৪ জনকে সহসভাপতি, সাধারণ সম্পাদকসহ ২ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২ জনকে সাংগঠনিক সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন জেলা কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাধারণ সম্পাদক।
উপজেলা ছাত্রলীগের কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে হিফজুর রহমান চৌধুরী জয়,সাধারণ সম্পাদক হয়েছেন শেখ ফরহাদ আহমেদ তুষার। অপরদিকে কলেজ ছাত্রলীগের কমিটিতে সভাপতি হয়েছে সাহেদুর রহমান, সাধারণ সম্পাদক হয়েছে এম এ শিপন।
কমিটি অনুমোদনের পর পদধারী নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধন্যবাদ জ্ঞাপনসহ কৃতজ্ঞতা প্রকাশ করে পোস্ট দিয়ে যাচ্ছেন পাশাপাশি নিজনিজ শুভাকাঙ্খিরা কমিটিতে আসা নেতাদের ছবি দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। ফুলেল শুভেচ্ছা ভাসছেন সভাপতি/সেক্রেটারিসহ কমিটিতে আসা অন্যান্য নেতারাও। দুটি ইউনিটের কমিটি ঘোষণা করায় দলীয় কর্মীর পরিচয় থেকে পদধারী নেতা হওয়ায় আনন্দিত হয়েছেন কমিটিতে আসা নেতারা।
জেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাধারণ সম্পাদকের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে নবনির্বাচিত উপজেলা ছাত্রলীগের সভাপতি হিফজুর রহমান চৌধুরী জয় বলেন, দীর্ঘদিন পর হলেও উপজেলা ছাত্ররীগের কমিিিট হওয়ায় আমরা অনেক আনন্দিত। এর মাধ্যমে ছাত্রলীগের নেতাকর্মীরা একটা পরিচয় পেয়েছে। এ জন্য সবাই অনেক খুশি। পাশাপাশি কমিটির দায়িত্বে আসা সকল নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
নবনির্বাচিত জনাব আলী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সাহেদুর রহমান বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগের ইতিহাস ঐতিহ্য ও শিক্ষা-শান্তি-প্রগতির পতাকাকে সমুন্নত রেখে আগামী দিনে জনাব আলী সরকারি কলেজ ছাত্রলীগের এ নতুন কমিটি উপজেলার সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। তিনি জেলা সভাপতি (ভারপ্রাপ্ত) ডা: সাইফ-ই-রহমান তন্ময় ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, গত ৮/৭/২০২২ ইং তারিখে হবিগঞ্জ জেলা শাখার এক সিদ্ধান্ত মোতাবেক বানিয়াচং উপজেলা ছাত্রলীগ ও জনাব আলী সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্তি করে প্রেস বিজ্ঞপ্তি দেন জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি মো: মোশাররফ হোসেন ও বর্তমান সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply