জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকট আলমগীর চৌধুরী বলেছেন, শিশুদের জন্য বঙ্গবন্ধু ছিলেন নিবেদিতপ্রাণ। তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশকে আগামী দিনের শিশুদের জন্য বিনির্মাণ করছেন।
তিনি রবিবার (১৭মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের নিমতলায় হবিগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত ১৭ ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা,পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ব্যক্তিত্ব ছিল পর্বতের মতো বিশাল কিন্তু তার হৃদয় ছিল শিশুদের মতোই কোমল। শিশুদের জন্য বঙ্গবন্ধুর ভালোবাসা ছিল অপরিসীম। তিনি শিশুদের মধ্যে বঙ্গবন্ধুর সুমহান আদর্শকে ছড়িয়ে দিতে সবার প্রতি আহবান জানান।
জেলা প্রশাসক জিলুফা সুলতানার সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,পুলিশ সুপার আক্তার হোসেন,বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ ছগীর,সিভির সার্জন নুরূল হক,বীর মুক্তিযোদ্ধা গৌরী প্রসাদ রায়,জেলা পরিষদের প্রধান নির্বাহী নুরুল ইসলাম প্রমুখ। এর পূর্বে দলীয় নেতাকর্মীদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অপর্ণ করা করেন অ্যাডভোকেট আলমগীর চৌধুরী।
পরবর্তীতে জেলা প্রশাসনের উদ্যোগে নিমতলা থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপুর্ণ রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় একই জায়গায় এসে সমাপ্ত হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, জেলা পর্যায়ের বিভিন্ন অফিস প্রধান, জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষকমণ্ডলী ও শিশু-কিশোররা উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply