1. sm.khakon@gmail.com : admin :
  2. rayhansumon2019@gmail.com : rayhan sumon : rayhan sumon
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৭:৫৩ অপরাহ্ন

বানিয়াচংয়ে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালন

স্টাফ রিপোর্টার
  • বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে
ক্যাপশন : বক্তব্য রাখছেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উদযাপন উপলক্ষে হবিগঞ্জের বানিয়াচংয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।

মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দের সঞ্চালণায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক আমিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আমির হোসেন মাস্টার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, ওসি তদন্ত মোঃ আবু হানিফ, মুক্তিযোদ্ধা মোঃ মঞ্জিল মিয়া, চেয়ারম্যান মোঃ আহাদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজুসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ। পরে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুুর ভাষণসহ বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে মধ্যে পুরষ্কার প্রদান করা হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
বানিয়াচং মিরর  © ২০২৩, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD