“সঠিত তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই শ্লোগানকে সামনে রেখে বানিয়াচংয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। শনিবার (২ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ উপলক্ষে র্যালি, ভোটার তালিকা ভুক্ত, স্মার্ট কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাচন অফিস চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় নির্বাচন অফিসে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ কামাল হোসেন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা বিশ্বজিৎ ভৌমিক, উপজেলা যুবলীগের সিনিয়ন সহ-সভাপতি মাহবুবুর রহমান খান মাসুদ, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, এডভোকেট আসাদুজ্জামান খান তুহিন, উপসহকারী প্রকৌশলী রাসেল মিয়া, মৃনাল দেব, মকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল কান্তি গোপ, নুরুল ইসলাম, শাহ সুমন, উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী সন্তোষ দাস প্রমূখ। এসময় সেবা প্রত্যাশা ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষজনও উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply