1. sm.khakon@gmail.com : admin :
  2. rayhansumon2019@gmail.com : rayhan sumon : rayhan sumon
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ন

বিসিসি চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ইউএসএ বাংলা

সৈয়দ সুহেল রানা
  • বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় এল আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিসিসি চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে নুসরাত বেস্ট এলিভেনকে ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় ইউএসএ বাংলা দল।

মাঠভর্তি দর্শকের সামনে ইউএসএ-র দেয়া ২৩৭ রানের বড় টার্গেটে ব্যাট করে সব-কটি উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে নুসরাত।ইউএসএ বাংলার পক্ষে দিপু ও শিবলু দু’টি করে উইকেট পায়।।
দিনের শুরুতে টস জিতে ব্যাট করে নির্ধারিত ২৫ ওভারে ৪ উইকেটে ২৩৭ রানের বিশাল স্কোর করে ইউএসএ বাংলা দল।দলের পক্ষে মিশু ৭৯ রান করে।এছাড়াও জয় ৬০* এবং শিবলু ৫৫* রানে অপরাজিত থাকে। শিবলু মাত্র ১৮ বলে ৫৫ রান করে স্কোরকে নুসরাতের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায়।

২য় ইনিংসে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নুসরাত মাত্র ১৪১ রানেই গুটিয়ে যায়।নুসরাতের ১৪১ রানে গুটিয়ে যাওয়ায় ইউএসএ বাংলার বোলারদের যেমন সাফল্য ছিলো তেমনই তাদের দলীয় অধিনায়ক সাজাদুল হাসানের ছিলো অসাধারণ অবদান।প্রেসারের ম্যাচে মিড অফে এদিন তিনটি অসাধারণ ক্যাচ ধরেছে সাজাদুল।

অনভিজ্ঞ দল নুসরাতের ফাইনালে বেশ নার্ভাস মনে হয়েছে। দলের ফিল্ডিং ছিলো নড়বড়ে।অপরদিকে ইউএসএ বাংলার অভিজ্ঞ খেলোয়াড়েরা তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্সে টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।  ফাইনালে ৭৯ রানের ইমপেক্ট ইনিংসের জন্য সেরা খেলোয়াড় নির্বাচিত হয় জয়ী দলের ওপেনিং ব্যাটার মিশু।

বানিয়াচং ক্রিকেট ক্লাব(বিসিসি)’র সভাপতি মনিরুল আলম ইকবাল হুসেন খান মনির সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক দিদারুল আলম বাবলুর সঞ্চালনায় বিসিসি চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩/২৪ এর গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের মাননীয় সাংসদ এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান, জনাব আলী সরকারি কলেজের অধ্যক্ষ শাফিউজ্জামান খান,বানিয়াচং ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন, বিসিসির সাবেক সভাপতি ফজল উল্লাহ খান,জনাব আবুল মনসুর তুহিন,বানিয়াচং ক্রীড়া সংস্থার সদস্য বাবুল মিয়া,বিসিসির বর্তমান কমিটির সহ সভাপতি  সাবেক ইউপি সদস্য ইশতিয়াক হুসেন লেমন,যুগ্ম সাধারণ সম্পাদক শিব্বির আহমেদ আরজু, রুবেল মিয়া,সহ-সাধারন সম্পাদক কাওছার আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ কাজল মিয়া,জনাব আজিজুল ইসলাম খান বাবু, মোঃ রুবেল খান ও বিসিসির গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোফাজ্জল হোসেন ফয়সল।

বানিয়াচং ক্রিকেট ক্লাবের সম্মানিত সদস্যগণের মাঝে উপস্থিত ছিলেন মোঃ আবুল কাশেম আহমেদ, সৈয়দ মিজান উদ্দিন পলাশ, আজমালুল করিম আজমল, ডাঃ মইনুল হাসান শাকিল, শাহিদুর রহমান ও সাকিব খান।এছাড়াও উপস্থিত ছিলেন আকাশ টিভির রিপোর্টার রিতেশ কুমার বৈষ্ণব।

প্রধান অতিথি উনার বক্তব্যে বানিয়াচংয়ের ক্রিকেট ও অন্যান্য ক্রীড়া মাধ্যম গুলো নিয়ে আশার বাণী শুনান এবং তিনি সকলের উদ্দেশ্যে বলেন বানিয়াচংয়ের ক্রিকেট যেন সারা বাংলাদেশের মানুষ চিনে তিনি সেভাবে পৌঁছাতে সহায়তা করবেন।পাশাপাশি তিনি এল আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শিঘ্রই সংস্কারের কাজের উদ্যোগ নিবেন বলে কথা দেন।

এই সংস্কার কাজ যেন সকল ক্রীড়ামোদীগণ দেখাশোনা করে সেটিও তিনি সকলের উদ্দেশ্যে বলেন।মাননীয় এমপি মহোদয় বানিয়াচং ক্রিকেট ক্লাবকে পূর্ণ সহায়তা করারও আশ্বাস প্রদান করেন এবং এটিও ঘোষণা করেন ভবিষ্যতে বানিয়াচং ক্রীড়া সংস্থায় বানিয়াচং ক্রিকেট ক্লাবের একজন অন্ততঃ যেন অংশগ্রহণের সুযোগ পায় সেটিও দেখবেন।

গ্র্যান্ড ফাইনালে ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন বিসিসি’র সহ-সভাপতি প্রভাষক দেবু ভট্টাচার্য ও বিসিসি’র কোষাধ্যক্ষ বানিয়াচং কনসালটেন্সি এর পরিচালক আকবর আখঞ্জি জুনেদ। স্কোয়ারে দায়িত্বে ছিলেন মোঃ সাব্বির মিয়া।

ধারাভাষ্যকার হিসেবে ছিলেন বিসিসি’র তথ্য ও প্রচার সম্পাদক শিশু সুরক্ষা সমাজকর্মী সৈয়দ সুহেল রানা ও বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত সৈয়দ রেজাউল করিম রিয়াজ।
এছাড়া উপস্থিত ছিলেন বিসিসি চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩/২৪ এর আম্পায়ার প্যানেলের সকল সদস্য সহ টুর্নামেন্টের দলগুলোর অধিনায়ক ও খেলোয়াড়সহ আরও অনেকে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
বানিয়াচং মিরর  © ২০২৩, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD