বানিয়াচংয়ে গরীব অসহায় মাদ্রাসার শিক্ষার্থীদের পড়নের পোশাক তৈরী করে দিলেন সিএনজি চালক জিতু মিয়া। রবিবার (১৮ফেব্রুয়ারি) বানিয়াচং উপজেলা সদরের কুয়ারপাড়া মাদ্রাসার ১০জন শিক্ষার্থীদের কাছে তাদের পড়নের পোশাক তোলে দেন তিনি।
এর পূর্বে জিতু মিয়া বানিয়াচংয়ের কালিকাপাড়াস্থ আল মদিনা শিশু একাডেমি ও এতিমখানার অন্তত ৮০ জন এতিম শিশুদের জন্য একবেলা খাবারের আয়োজন করেন। খাবারের মেন্যুতে ছিল সাদা ভাত,গরুর মাংস, সবজি ও ডাল। ব্যতিক্রমী এমন আয়োজনে খুশি হন আল মদিনা শিশু একাডেমী ও এতিমখানার শিশু থেকে শুরু করে মাদ্রাসার কর্তৃপক্ষ। এতিম শিশুরা ভাত-মাংসের স্বাদ পেয়ে উদ্যোক্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার জন্য দোয়া করেছেন।
সিএনজি চালক জিতু মিয়া জানান,এতিম ও অসহায়দের মুখে একটু ভালো খাবার তুলে দেয়া এবং তাদের পাশে দাঁড়ানো ই আমার একমাত্র কাজ। সিএনজি চালিয়ে আমার ইনকামের কিছু অংশ এবং সমাজের বিত্তবানদের কাছ থেকে সাহায্য-সহায়তা নিয়ে আমি এই এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি। আমার এই কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply