আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাধবপুর পৌর ছাত্রলীগ এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন আলোচনা সভা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মাধবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে উক্ত মেডিক্যাল ক্যাম্প শুভ উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বিশিষ্ট দন্ত রোগের চিকিৎসক ডা. সাইফ-ই-রহমান তন্ময়। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় শতাধিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং ওষুধ প্রদান করা হয় এই ক্যাম্পের মাধ্যমে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আতিকুর রহমান আতিক।
মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে ডা.সাইফ-ই-রহমান তন্ময় বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষে এই মহৎ প্রচেষ্টার অংশ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। যারা প্রায়ই স্বাস্থ্যসেবার সুবিধাগুলো থেকে বঞ্চিত হয় তাদেরকে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবার চাহিদাগুলো পূরণ করার যে চেষ্টা আজকে করা হয়েছে তাতে আমরা সবাই অনুপ্রাণিত হয়েছি। এই উদ্যোগের জন্যে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মাধবপুর পৌর ছাত্রলীগসহ সংশ্লিষ্ট সকলকে।
ক্যাপশন : আলোচনা সভায় উপস্থিত প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, মাধরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ মো: সেলিম, মাধবপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক পাঠান, মাধবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াসিম তালুকদার, ১নং ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ পারুল, ২নং চৌমুহনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: আপন মিয়া, ৫নং আন্দিউড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান অনিক, সমাজ সেবক পঙ্কজ কুমার সাহা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরুল হোসাইন, মাধবপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো: এরশাদ আলী, মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সুজন রায়, সমাজ সেবক শামছুল আরিফীন, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফকির কায়সার আহম্মেদ,সাবেক ছাত্রনেতা আব্দুল গাইয়ুম চকদার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম শান্ত, আব্দুস সামাদ সুমন, আব্দুল মতিন মিঠু ও সাইফুল ইসলাম আরিফ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাধবপুর পৌর শাখার সভাপতি তোফাজ্জল ইসলাম তুহিন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply