আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন । এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী। মঙ্গলবার (১৩ফেব্রুয়ারি) মনোনয়নপত্র দাখিলে শেষ দিনে শুভাকাঙ্খিদের সাথে নিয়ে দুপুরের দিকে মনোনয়নপত্র জমা দেন তিনি।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন চেয়ারম্যান পদে প্রার্থী অ্যাডভোকেট আলমগীর চৌধুরী। মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আরো ৩ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন-জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার, মো. ফরিদ উদ্দিন তালুকদার ও মো. নূরুল হক।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান জানিয়েছেন, মনোনয়নপত্র বাছাই করা হবে ১৫ ফেব্রুয়ারি। আপিলের সময় রাখা হয়েছে ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি। আপিল নিষ্পত্তি ১৯থেকে ২০ ফেব্রুয়ারি। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ রাখা হয়েছে ২২ ফেব্রুয়ারি।
আগামী ২৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন কর্তৃক প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে এই উপনির্বাচন। হবিগঞ্জের ৯ উপজেলা, ৫ পৌরসভা ও ৭৮ ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা এই নির্বাচনে ভোট দেবেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১ হাজার ১শ ৪ জন।
প্রসঙ্গত, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ডা. মুশফিক হোসেন চৌধুরীকে দলীয় মনোনয়ন দেয় বাংলাদেশ আওয়ামী লীগ। দলীয় টিকেট পাওয়ার পর ২৮ নভেম্বর তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। ফলে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো. সামছুল হক স্বাক্ষরিত এক পত্রে পদটি শুন্য ঘোষনা করা হয়। পরবর্তীতে হবিগঞ্জ-১ নির্বাচনী আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেয় আওয়ামী লীগ। ফলে সংসদ নির্বাচনে আর অংশ নেয়া হয়নি ডা. মুশফিক হোসেন চৌধুরীর।
Designed by: Sylhet Host BD
Leave a Reply