বানিয়াচংয়ে এতিমদের ভাত-মাংস খাওয়ালেন সিএনজি চালক জিতু মিয়া। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি ) দুপুরে বানিয়াচং উপজেলা সদরের কালিকাপাড়াস্থ আল মদিনা শিশু একাডেমী ও এতিমখানার অন্তত ৮০ জন এতিম শিশুদের জন্য একবেলা খাবারের আয়োজন করা হয়। খাবারের মেন্যু হিসেবে ছিল সাদা ভাত,গরুর মাংস, সবজি ও ডাল। সিএনজি চালক জিতু মিয়ার উদ্যোগে এ খাবার পরিবেশন করা হয়।
ব্যতিক্রমী এমন আয়োজনে খুশি আল মদিনা শিশু একাডেমী ও এতিমখানার শিশুরা। এতিম শিশুরা ভাত-মাংসের স্বাদ পেয়ে উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাদের জন্য দোয়া করেছেন। সিএনজি চালক জিতু মিয়া জানান,এতিম ও অসহায়দের মুখে একটু ভালো খাবার তুলে দেয়ার জন্যই আমাদের এই উদ্যোগ। তাকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন টিপু ও লুবনা নামে দুই ।
এসময় উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার প্রধান আল্লামা আব্দুল বাছিত আজাদ (বড়হুজুর),বানিয়াচং ৩নংদক্ষিণ-পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বানিয়াচং সিএনজি মালিক সমিতির (নতুন বাজার লাইন) সাধারণ সম্পাদক এস আর সবুজ,ইউপি মেম্বার তোফাজ্জুর হোসেন, সিএনজি মালিক সমিতির সাবেক কোষাধ্যক্ষ সেলিম মিয়াসহ উক্ত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকবৃন্দ। উল্লেখ,সিএনজি চালক জিতু এর পূর্বেও বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পোষাক বিতরণসহ নানাভাবে আর্থিক সহায়তা করেছেন ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply