সিলেটি ভাষায় “সোনা পাখি” গান গেয়ে ভাইরাল হওয়া শিল্পী লন্ডন প্রবাসী নাদিম ওয়াহেদকে বানিয়াচঙ্গে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারী) আদর্শবাজারস্থ ইচ্ছেপুরণ মিউজিক রেকর্ডিং স্টুডিওতে গ্রাম বাউল শিল্পীগোষ্ঠী ও সুচিন্তক সামাজিক সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়।
গ্রাম বাউল সভাপতি কণ্ঠশিল্পী মোবাশ্বির আহমেদ তান্নার সভাপতিত্বে ও সুচিন্তক সভাপতি কবি সৈয়দ মিজান উদ্দিন পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিত্ব শিল্পী নাদিম ওয়াহেদ, উদীচীর জাতীয় পরিষদ সদস্য ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিটিভি’র তালিকাভূক্ত কণ্ঠশিল্পী ও সময় টিভির হবিগঞ্জ জেলার সাবেক ভিডিও জার্নালিস্ট একে আজাদ, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাট্যশিল্পী মখলিছ মিয়া, উদীচী বানিয়াচং শাখার সাধারণ সম্পাদক শিল্পী ও সাংবাদিক রিতেষ কুমার বৈষ্ণব, প্রাক্তন ফুটবলার রিয়াজ উদ্দিন ও এসএম জসিম উদ্দিন, শিক্ষানবীস আইনজীবী শিশির খান, গ্যানিংগঞ্জ বাজারের ব্যবসায়ী আতিকুন নেসার, নাশিদ শিল্পী নাসির উদ্দীন, সাংবাদিক এসএম জহিরুল ইসলাম নাসিম, যন্ত্র শিল্পী নয়ন মনি দাস ও শাওন মহারত্ন, কণ্ঠশিল্পী সুমন বাউলিয়ানা ও প্রদীপ সূত্রধর টিপু, সমাজকর্মী আছকির আলী শাহ, বক্সার ও এথলেট আমির উদ্দিন শিমুল প্রমূখ।
অনুষ্ঠানে সংবর্ধিত শিল্পীকে সম্মাননা ক্রেস্ট উপহার দেয়া হয়। সবশেষে সংবর্ধিত শিল্পীসহ স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, শিল্পী নাদিম ওয়াহেদ মৌলভীবাজারের সন্তান এবং বানিয়াচঙ্গের জামাতা।
Designed by: Sylhet Host BD
Leave a Reply